শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শহিদ আবু সাঈদ চত্বরে অবস্থান শুরু করেন। কর্মসূচিতে বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং রংপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক রহমত আলী বলেন, “শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, একটি আদর্শ ও প্রতিবাদী রাজনীতিকেও দমন করার চেষ্টা।”

ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, “বীর শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার আজও না হওয়া আমাদের জন্য লজ্জার। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড আরও বাড়বে, যা আমরা আর হতে দেব না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top