রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

এবার ঢাকার পথে পদ্মা নদীতে লঞ্চ দুর্ঘটনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৫

সংগৃহীত

ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭ একটি দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লঞ্চটি নদী পার হচ্ছিল যখন ঘন কুয়াশার কারণে তীরে নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজ দেখতে পায়নি। একপর্যায়ে লঞ্চটি জাহাজটির সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চের দোতলার বাম পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দূর্ঘটনার সময় দোতলে থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদির দিকে যাত্রা অব্যাহত রাখে।

লঞ্চের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top