সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

টেকনাফের ক্যাম্পে আগুনের তাণ্ডব: আশ্রয় হারাল শত শত মানুষ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

সংগৃহীত

আশ্রয়হীন মানুষের শেষ সম্বলটুকু যখন চোখের সামনে ছাই হয়ে যায়, সেই দৃশ্য সহ্য করা কঠিন। গত রোববার রাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ঠিক এমন এক বিভীষিকা নেমে এসেছিল। লেদা আর আলীখালী ক্যাম্পের মাঝামাঝি জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন, আর প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে অসহায় মানুষ।

রাত তখন প্রায় সাড়ে ১০টা। ২৪ ও ২৫ নম্বর ক্যাম্পের বাসিন্দারা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আগুনের সূত্রপাত। স্থানীয়দের দাবি, এক বাসিন্দার ঘরে ফোন চার্জে দেওয়া অবস্থায় শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ি ঘরগুলোতে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে এলেও, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক ঘর। এপিবিএন এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে নামলেও, মাথার ওপর ছাদ হারানো এই মানুষগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top