মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোক,জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছে স্থানীয় মানুষ। শুধু বাগবাড়ি এলাকা নয়, বগুড়াজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা মনে করছেন, ৪৩ বছর ধরে দেশ, দল ও মানুষের স্বার্থে অবিচল থাকা নেত্রীর প্রতি তাদের আবেগ ঘরোয়া অনুভূতির মতো। বেগম খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অঞ্চলের সাধারণ মানুষও পরিবারের একজন সদস্য হারানোর মতোই শোকিত।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, বিগত দেড় দশক ধরে চলা “অবর্ণনীয় নিপীড়ন” সত্ত্বেও নেত্রী দলের জন্য অটল থেকেছেন। তারা অশ্রুসজল হয়ে এই সময়ের কথা স্মরণ করছেন।

১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। মহান মুক্তিযুদ্ধের সময় এবং পরে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া পরিবার ও সন্তানদের নিয়ে ঘর-সংসার সামলেছেন।

১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়াকে দেশের ক্রান্তিলগ্নে বিএনপি নেতৃত্ব গ্রহণ করতে হয়েছিল। এক হাতে দলকে সামলে, অন্য হাতে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন সংগঠিত করে তিনি আশি ও নব্বই দশকে আস্থাশীল জাতীয় নেত্রীর রূপ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top