যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গাড়ি ছিনতাই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের কচুখালী এলাকা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকা থেকে মো. আবু বক্কর (৫৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মো. আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
লালমোহন থানার এসআই নুর আলম জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে অনুসন্ধানের মাধ্যমে তার নাম ও পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, “প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাই অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর ফেরেননি। গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লালমোহনে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবর দেখি। বুধবার সকালে থানায় এসে নিশ্চিত হই লাশটি আমার ভাইয়ের।”
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, যাত্রীর ছদ্মবেশে ছিনতাইকারীরা অটোরিকশা ভাড়া নিয়ে কচুখালী এলাকার নির্জন স্থানে যায়। সেখানে নিয়ে চালক আবু বক্করকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এর আগেও এই এলাকায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের তৎপরতার অভিযোগ রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।