বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

রাজশাহীতে ট্রাক ঢুকে ৪ জন নিহত

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ০৯:১৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কলার হাট এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) বারি মুনশি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।”

ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিস্তারিত আসছে…



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top