খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে কলাপাড়ায় নবজাতক কন্যার নাম ‘খালেদা জিয়া’
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৩:২০
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। শিশুটির জন্ম হয়েছে গত ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইলিয়াস আজিজ বলেন, “আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি। যেদিন আমাদের কন্যা জন্ম নিয়েছে, সেদিন চারপাশে শোকের আবহ ছিল। সেই অনুভূতি থেকে আমরা তাকে ‘খালেদা জিয়া’ নাম রাখি। আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কোরআনের হাফেজ বানাতে চাই।”
মা মারিয়ম জানান, “নাম রাখার পেছনে আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হোক।”
স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। এটি ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, এতে রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগ প্রতিফলিত হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগী সিদ্ধান্ত মানুষের রাজনীতির প্রতি ভালোবাসার প্রকাশ।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।