নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১০:০৫
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকায় শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আকিজ সিমেন্ট কারখানার বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীর ভেঙে গেছে। এ সময় বয়লার কক্ষে কাজ করা শ্রমিকরা আগুনে দগ্ধ হয়েছেন এবং ভাঙা কাঁচের আঘাতও পেয়েছেন। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, “বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।”
জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আটজন দগ্ধ শ্রমিককে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।