মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে ঢাকায় পাঠানো হচ্ছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:২৩

সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছুটে আসা গুলিতে আহত টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হুজাইফার মস্তিষ্কের চাপ কমাতে অস্ত্রোপচারের সময় খুলির একটি অংশ খোলা হয়েছে এবং বর্তমানে সে লাইফ সাপোর্টে রয়েছে।

হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান। রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্তের ওপার থেকে আসা গোলাগুলিতে গুরুতর আহত হন। মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকদিন ধরে বিমান হামলা, ড্রোন আক্রমণ ও বিস্ফোরণ অব্যাহত থাকায় সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, ভাতিজা খেলতে বের হলে সীমান্ত থেকে ছুটে আসা গুলির একটিতে তার মুখের পাশ দিয়ে গুলি প্রবেশ করে, যা তার মাথায় আঘাত করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top