রাজশাহীর বাজারে মিলছে নতুন ফল তরমুজ

রাজশাহী প্রতিনিধি : | প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ১৮:১০

রাজশাহীর বাজারে মিলছে নতুন ফল তরমুজ

রাজশাহীর বাজারে মিলছে রসালো ফল তরমুজ। তবে নতুন ফল হিসেবে বেশি দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, নতুন ফল হিসেবে বেশি দামে কিনছি। খেতে ভালোই লাগবে।

রাজশাহী নগরীর সাহেববাজার, কোটবাজার, রেলগেট গোরহাঙ্গা ও শালবাগান ছাড়াও বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে রসালো এই ফলটি।

ফল ব্যবসায়ী মো. মামুন জানান, তরমুজ আশা শুরু হয়েছে ১০ থেকে ১২ দিন আগে। নতুন ফল হিসেবে দাম একটু বেশি। তবে আমদানি বেশি হলে কমবে দাম।

প্রতিকেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৫০ টাকা দরে। তারা জানান তরমুজগুলো পটুয়াখালি, কুয়াকাটা থেকে আমদানি করা হচ্ছে।

ফল ক্রেতা সালমা ইসলাম জানান- গ্রীষ্মকালীন ফল তরমুজ থেকে ভালো লাগে। তবে বেশি রোদ পড়লে আরও ভালো লাগবে। এখন বাজারে তরমুজ দেখে মনে হচ্ছে আগাম। খেতে ভালোই হতে পারে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top