শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আমতলীতে ইউপি নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি: | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ১৯:০২

আমতলীতে ইউপি নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বরগুনা জেলার আমতলী তে আসন্ন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী ৬ ই মার্চ শনিবার আমতলী উপজেলার আসন্ন ৬ টি ইউনিয়ন নির্বাচনের ৪ টিতে আওয়ামী লীগের প্রার্থী বাছাই বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল এবং জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ই মার্চ বৃহস্পতিবার।

আমতলী ৬ টি ইউনিয়ন যথাক্রমে ১নং গুলশাখালী, ২নং কুকুয়া, ৩নং আঠারোগাছিয়া, ৪নং হলদিয়া, ৫নং চাওড়া এবং ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে পরিষদ নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ৩৮ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। বর্তমান চেয়ারম্যান ছাড়াও একাধিক দলীয় নেতাকর্মী দলীয় প্রতীক পাওয়ার জন্য এই মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে যেহেতু ৬ ইউনিয়নের বিপরীতে ৩৮ জন দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। তাই ইউনিয়ন নেতা কর্মীদের সমন্বয়ে এক বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি চূড়ান্ত প্রতীক পাওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে নাম পাঠানো হবে। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top