গোপালগঞ্জ পুলিশের জনসচেতনতামুলক প্রচারণা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০১:৩৪
অপরাধ দমনে ব্যাতিক্রমধর্মী প্রচারনা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের সদর ও মুকসুদপুর থানা পুলিশ। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রচারনা চালানো হচ্ছে।
শুক্রবার পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে এসব নিয়ে আলোচনা করেছে পুলিশ। গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া মসজিদে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ও মুকসুদপুর উপজেলার হাসপাতাল জামে মসজিদে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জনসচেতনতামুলক বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, দেশে করোনা প্রাদূর্ভাব আবারো বাড়ছে। আপনারা মাক্স ছাড়া চলবেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর সেবার মান বৃদ্ধি এবং জনগণের দাঁড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেবার লক্ষ্যে স্থানীয়দের পুলিশের কাজে সাহায্য করার জন্য আহবান। ইতোমধ্যে সেবার মান বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আমারা চাই মানুষ তার প্রয়োজনে যেন দ্রুত পুলিশি সেবা পায়। আপনাদের সন্তান কোথায় যায়, কার সাথে মেশে তার খোঁজ রাখবেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বলেন, আপনাদের নিয়েই পুলিশিং করতে চাই। উপজেলার সমস্থ নাগরিকদের নিয়ে পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা নিয়ে বিট পুলিশিং শক্তিশালী হলে মুকসুদপুর উপজেলার অপরাধ দমনে শতভাগ সফল হবো বলে আশা করি।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।