শবে বারাআত উপলক্ষে রকি কুমার ঘোষের নানা আয়োজন
রাজশাহী থেকে | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২১:১৮
মুসলিম না হয়েও ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান দেখিয়ে প্রশংসায় ভাসছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।
পবিত্র শবে বারাআত উপলক্ষে স্থানীয় মাদ্রাসার হুজুর, ছাত্র এবং পথচারীদের খাবার বিতরণ করেছেন।
এছাড়াও মাদ্রাসার হুজুর ও ছাত্রদের জায়নামাজ প্রদান করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।
গতকাল সোমবার রাতে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রকি কুমার ঘোষ নগরীর ঘোষপাড়াস্থ তার নিজস্ব দলীয় চেম্বারে ইসলামের আলোচনা ও ইমান আমলের বিষয়ে আলোচনা সভার আয়োজন করেন।
ইসলাম এমন জীবন ব্যবস্থা, যার বিশ্ব সমাজ গড়ে তোলার ঔদার্য আছে। ইসলাম শুধু অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাই দেয়নি, তাদের সঙ্গে সামাজিক অংশীদারি, সৌজন্য বোধ ও মেলামেশার সুযোগ দিয়েছে সেটাই প্রমাণ করলেন ছাত্রলীগের সাবেক এই নেতা।
এবিষয়ে রকি কুমার ঘোষ বলেন, রাজশাহীতে এক ধর্মের মানুষের যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান, সামাজিক রীতিনীতি অনুযায়ী শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারে। কিন্তু একশ্রেণীর মানুষ ধর্মকে ইস্যুকে বিভিন্ন ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে যা আমাদের কাম্য নয়।
ছাত্রলীগের সাবেক এই নেতা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে বসবাস করছি রাজশাহীর মাটিতে। রাজশাহীর মাটিতে কেউ কোনভাবে বিশৃঙ্খলার করার চেষ্টা করবেন না। এটা আমার সকল ধর্মের মানুষের প্রতি অনুরোধ রইলো।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: শবে বারাআত উপলক্ষ রকি কুমার আয়োজন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।