গোপালগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, মাস্ক ও খাবার বিতরণ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ২২:৩৬
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে সুবিধা বঞ্চিত দরিদ্র ৫০জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ, মাস্ক ও খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১টায় শহরতলীর মান্দারতলা এলাকার স্বপ্নের ঠিকানায় বসবাসরত এসব শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিকদার মোহাম্মদ দীন ইসলাম।
গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সাফু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সমাজসেবক প্রদীপ কুমার সিকদার, গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফোরকান মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আসাদুজ্জামান লিমন উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা স্বপ্নের ঠিকানায় বসবাসরত সুবিধা বঞ্চিত দরিদ্র ৫০জন শিশুদের হাতে শিক্ষা উপকরণ, মাস্ক ও এক বেলার খাবার তুলে দেন।
গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সাফু বলেন, স্বপ্নের ঠিকানায় বসবাসরত শিশুরা দরিদ্র পরিবারের ও সুবিধা বঞ্চিত। এখানকার শিশুরা আর্থিক অভাবে ঠিক মত পড়ালেখা করতে পারে না। এসব শিশুদের সাহায্যার্থে আমরা শিক্ষা উপকরণ খাতা, কলম, মাস্ক ও এক বেলার খাবার তাদের হাতে তুলে দিয়েছি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।