শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ০০:০৫

গোপালগঞ্জে পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মেডিকেলে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার (০২ এপ্রিল) সকালে জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ও শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ফটকের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মাস্ক বিহীন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মাস্ক পড়িয়ে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে হলের ভিতরে প্রবেশ করানো হয়। এসময় তাদের অভিভাবক এবং সড়কে চলাচলকারী জনসাধারণের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়।

এ কার্যক্রম পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top