গোপালগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ২২:১৬

গোপালগঞ্জে শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ কর্মশালার আয়োজন করে।

শুক্রবার (০৯ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ রিপোর্টাস ফোরামের হল রুমে আয়োজিত এ কর্মশালায় সুজনের খুলনা বিভাগের আঞ্চলিক সমন্ময়কারী মাসুদুর রহমান রঞ্জু, সদর উপজেলা সুজনের সাধারন সম্পাদক মো: ইনছান উদ্দিন মোল্যা বক্তব্য রাখেন।

এ কর্মশালায় রাইজিংবিডি ও এসএ টিভির বাদল সাহা, কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলা নিউজের একরামুল কবীর, যায়যায় দিনের এস এম নজরুল ইসলাম অংশ নেন।

এসময় শুদ্ধাচার কৌশলের মাধ্যমে রাষ্ট্রীয় জীবনের এবং রাষ্ট্র পরিচালনার সকল স্তরে সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও সততা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top