কাশিয়ানী থানার উপ-পরিদর্শকের আত্মহত্যা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ২৩:৩৯
গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জের ধরে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকোনুজ্জামান (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে কাশিয়ানী থানা কোয়ার্টারের এ ঘটনা ঘটে।
আত্মহননকারী উপ-পরিদর্শক রোকোনুজ্জা মান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে থানা কোয়ার্টারের সিঁড়ির রডের সাথে উপ-পরিদর্শক (এসআই) রোকোনুজ্জামানকে ঝুলে থাকতে দেখতে পায় একই থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আনোয়ার।
পরে তিনি থানার অন্যান্য পুলিশ সদস্যদের খবর দিয়ে তাদেরকে সাথে নিয়ে রোকোনুজ্জামানকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন, প্রথমিকভাবে জানাগেছে পারিবারিক কলহের জের ধরে রোকোনুজ্জামান আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।