শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত লকডাউন

গোপালগঞ্জ থেক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ২১:০১

গোপালগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত লকডাউন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয় দফায় ডাকা ৮ দিনের লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে।

জেলার শহরের বিভিন্ন ঘুরে দেখা দেখা, শহরের লঞ্চঘাট, নতুন বাজার, পুরারন বাজার রোডসহ বিভিন্ন সড়ক রয়েছে রিক্সা, ভ্যান ও ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে। বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকলেও শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ রয়েছে। তবে শহরের রাস্তা ঘাটে ছিল মানুষের ভিড়। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লার ও আভ্যন্তরীণ রুট দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

সাধারণ মানুষ যাতে সরকারী নির্দেশনা মেনে চলে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সরকারী নির্দেশনা অমান্য করায় দুইটি দোকানের মালিককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top