ভালো কাজের পুরস্কার দিলেন আরএমপি কমিশনার
রাজশাহী থেকে | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ২৩:৩৭
রাজশাহীতে পাথর বোঝাই ট্রাকে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধারসহ চালক শহিদুল ইসলাম (৩৩) কে আটক করায় রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে পুরস্কার প্রদান করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার বেলা ১২ টায় আরএমপি সদর দপ্তরে ভাল কাজের উৎসাহ প্রদানের লক্ষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার মোঃ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদশর্ক মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই এএসএম সাইদুজ্জামান ও এএসআই মোঃ কামাল হোসেন-কে পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। এনিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূলে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত পৌনে ১১টায় নগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধারসহ চালককে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সেই সংবাদের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ মশিয়ার রহমান ও তার টিম সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় বর্ণিত ট্রাকটিকে আটক করে।
সে পুলিশকে আরো জানায়, দীর্ঘদিন যাবত রনির সাথে যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ হতে পাথরের ট্রাকে কৌশলে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের জন্য চট্টগ্রামে নিয়ে যেত।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রাজশাহী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।