৮শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০০:২০
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি আউশ ধান উৎপাদনের লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃতিবাস পান্ডে উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।