সুন্দরগঞ্জে ভুল রিপোর্টে নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ২০:৫৪
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙ্গা বন্দরস্থ সেফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট প্রদান ও স্বাস্থ্য সেবা নিয়ে বাণিজ্যের প্রতিবাদ ও জামাল গ্রামের আব্দুর কাদেরের সন্তান সম্ভবা স্ত্রী আবেদা সুলতানাকে ভুল রিপোর্ট দেয়ায় ভুল চিকিৎসার কারণে অসময়ে গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল বুধবার সকালে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল বাজারে স্বাস্থ্যবিধি মেনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, মতলুবুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সেফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বারবার ভুল রিপোর্ট দিয়ে গরীব ও অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই দ্রুত সুষ্ঠু তদন্ত করে এই ডায়াগনস্টিক সেন্টারকে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।