• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাজশাহীর বায়া বাজার পুলিশ ফাঁড়ির যাত্রা শুরু

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২০:৫৮

রাজশাহীর বায়া বাজার পুলিশ ফাঁড়ির যাত্রা শুরু

এয়ারপোর্ট থানাধীন বায়া বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেছেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন বায়া বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, “সেবাই পুলিশের ধর্ম” এই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।

এছাড়াও এ পুলিশ ফাঁড়ি বায়া এলাকায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এলাকার প্রতিটি মানুষই এর সুফল পাবে বলে জানান আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে কোভিড-১৯ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকারের চলমান লকডাউনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ৫০ জন কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পুলিশ কমিশনার মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ হিসেবে একটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ ও ৫০০ গ্রাম পেঁয়াজ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার সিটিএসবি (বিপিএম-বার) এ এফ এম আঞ্জুমান কালাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) আব্দুর রকিব, শাহমখদুম উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, শাহমখদুম সহকারী পুলিশ কমিশনার সোনিয়া পারভীন, কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান , বায়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি.এস.আই মোঃ আজাদুল ইসলাম প্রমুখ ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top