শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযানে গ্রেফতার প্রস্তুতকারক

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২২:২৮

রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযানে গ্রেফতার প্রস্তুতকারক

রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে প্রস্তুতকারককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়াসরাতলার আওয়াল আলী খন্দকারের ছেলে সওকাত আলী (৩৮)।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগরপাড়ার কাচাবাজার এলাকায় ২৮৮ নম্বর বাড়িতে অভিযান চালায় ডিবি। এসময় হাবিব মঞ্জিল নামের বাড়ির নিচতলা থেকে নকল প্রসাধনী ও তৈরির মালামাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সওকাত আলী ওই বাড়ির ভাড়াটিয়া। সওকাত আলীর ঘরে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি কোম্পানির মোড়ক যুক্ত নকল প্রসাধীন মজুদ করে রাখেন। এছাড়া তিনি বিক্রিও করেন।

এছাড়া রাজশাহী নগর ও নগরের বাইরের বিভিন্ন বিউটি পার্লর, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্স এর দোকানে সরবারহ করে থাকে এই নকল প্রসাধনীগুলো। অভিযানকালে ওই বাড়ি থেকে বিভিন্ন নকল প্রসাধনীগুলো জব্দ করে পুলিশ। জব্দকৃত মালামালের বাজার মূল্য চার লাখ ৫১ হাজার ৪৫০ টাকা বলে পুলিশ জানায়।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রাজশাহী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top