মুকসুদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ মুকসুদপুর থেকে মেহের মামুন | প্রকাশিত: ৪ মে ২০২১, ০০:২৮
গোপালগঞ্জের মুকসুদপুরে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশি । সোমবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১৯ টি বিট পুলিশের কার্যালয়ে সর্বস্তরের জনগণকে নিয়ে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা যাতে সংঘঠিত না হয় তার উপর ভিত্তি করে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর বিট পুলিশিং সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদাৎ হোসেন মুন্সী প্রমুখ।
এসময় মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, মুকসুদপুর উপজেলায় একযোগে ১৯ টি বিট এলাকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে। বিট পুলিশিং সভার মূল উদ্দেশ্য হচ্ছে মুকসুদপুর থানা এলাকা থেকে বিশেষ করে মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা একেবারেই নির্মল করা।
তিনি আরও বলেন, সভা শেষে মুকসুদপুর পৌর শহরসহ উপজেলার বড় বড় হাটবাজার গুলোতে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি মেনে বেচা কেনা করার আহবান করা হয়েছে এবং বাজারে জনসাধারণকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার কথা বলা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: মুকসুদপুর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।