গোপালগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ মে ২০২১, ২৩:২৭
গোপালগঞ্জে করোনার কারণে অসহায়, কর্মহীন ও দু:স্থ দুইশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সমাগ্রী বিতরণ করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা।
সোমবার গভীর রাতে জেলা শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তিনি এ খাদ্য সহায়তা পৌঁছে দেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার ওসি মো: মনিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা সাথে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, করোনাকালীন সময় থেকে পুলিশ সাধারন মানুষের পাশে রয়েছে। সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন সময়ে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারো দু’শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হল। এ খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, দুধসহ বিভিন্ন খাদ্য উপকরণ রয়েছে।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেয়া ৫০ জন কৃষাণীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বেতকাছিয়া গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিখায়েল বাড়ৈ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।