গোপালগঞ্জে দুই কৃষাণীর জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ মে ২০২১, ২১:৪১

গোপালগঞ্জে দুই কৃষাণীর জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

গোপালগঞ্জে দুইদিনে এক গর্ভবতী কৃষাণীসহ দুই কৃষাণীর ২০ বিঘা জমির ধান কেটে দিয়েছে সদর উপজেলার সাতপাড় সরকারী নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে সাতপাড় সরকারী নজরুল কলেজের ছাত্রলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রজত বিশ্বাস টুটুলের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের এক গর্ভবতী কৃষাণী দীপা বালার ১০ বিঘা ও গতকাল সকালে একই সাতপাড় উত্তরপাড়া গ্রামের কৃষাণী দুর্গা বিশ্বাসের ১০ কাঠা জমির ধান কেটে দেয়। পরে সেই ধান মাড়াই করে ওই দুই কৃষাণীর ঘরে তুলে দেয় তারা।

গর্ভবতী কৃষাণী দীপা বালা বলেন, অনেক কষ্ট করে জমিতে ধান লাগিয়েছিলাম। কিন্তু শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারিনি। আমার দুরবস্থার কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে।

অপর কৃষাণী দুর্গা বিশ্বাস বলেন, শ্রমিক সংকটের কারণে আমি আমার জমির ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের কর্মীরা জানতে পেরে আমার জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। এতে আমি খুব খুশি।

ছাত্রলীগ নেতা রজত বিশ্বাস টুটুল বলেন, সব সময় সাধারন মানুষের পাশে থেকেছে ছাত্রলীগ। মহামারী করোনাকালীন সময়েও এর বাইরে নই আমরা। যে সব কৃষক তাদের জমির ধান কাটতে পারছেন না আমরা খবর পেলে সেই সব জমির ধান কেটে দিবো। সাধারণ মানুষে পাশে সব সময় ছাত্রলীগ থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top