কোটালীপাড়া পৌরসভার ৫হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ২১:৩০
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ৫হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।
শুক্রবার পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, শ্রমিক লীগ নেতা বশির বিন সামচুদ্দিন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, "করোনাকালীন সময়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পৌরসভায় ৪হাজার ৬শত ২১জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০টাকা করে নগদ অর্থ ও ঈদ উপহার হিসেবে ৪ শত জনকে নগদ ৫শত টাকা করে দেওয়া হয়েছে। আজকে আমি সেই বিতরণ কর্মসূচির উদ্বোধন করলাম। দুই একদিনের মধ্যেই আমরা সকল দরিদ্র মানুষের কাছে এ অর্থ পৌঁছে দিবো। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর এ উপহার দরিদ্র মানুষদের উপকারে আসবে।"
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোটালীপাড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।