শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

কোটালীপাড়া পৌরসভার ৫হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ২১:৩০

কোটালীপাড়া পৌরসভার ৫হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

কোটালীপাড়া পৌরসভার ৫হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ৫হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

শুক্রবার পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, শ্রমিক লীগ নেতা বশির বিন সামচুদ্দিন উপস্থিত ছিলেন।

পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, "করোনাকালীন সময়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পৌরসভায় ৪হাজার ৬শত ২১জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৫০টাকা করে নগদ অর্থ ও ঈদ উপহার হিসেবে ৪ শত জনকে নগদ ৫শত টাকা করে দেওয়া হয়েছে। আজকে আমি সেই বিতরণ কর্মসূচির উদ্বোধন করলাম। দুই একদিনের মধ্যেই আমরা সকল দরিদ্র মানুষের কাছে এ অর্থ পৌঁছে দিবো। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর এ উপহার দরিদ্র মানুষদের উপকারে আসবে।"

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top