মুকসুদপুরে এক হজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
গোপালগঞ্জ মুকসুদপুর থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ২২:০৭
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়ে ঘরবন্দি, অসহায় ও দু:স্থ এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
শুক্রবার (০৭ মে) মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের খন্দকার বাড়ী প্রাঙ্গণে এক হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া ও পৌর মেয়র এ্যাড: আতিকুর রহমান মিয়া।
এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো: আবুল কাশেমসহ অগ্রণী ব্যাংকের ম্যাজেনারগণ উপস্থিত ছিলেন।
এ খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, লবন, সাবান, প্যাকেট দুধ ও সেমাইসহ বিভিন্ন উপকরণ রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ মুকসুদপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।