কোটালীপাড়ায় ৫শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্র পেলো ঈদসামগ্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ৮ মে ২০২১, ২০:৪১

কোটালীপাড়ায় ৫শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্র পেলো ঈদসামগ্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার বান্দল গ্রামে অবস্থিত মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন চত্ত্বরে পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমাই,চিনি, দুধ, পোলার চালসহ নানা ধরণের ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, শ্রমিক লীগ নেতা বশির বিন সামচুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। তাদের কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। আমি চাইবো সমাজের সকল বিত্তশালীরা যেন এ ভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top