গোপালগঞ্জের কালনা ফেরী ঘাট দিয়ে ফেরী চলাচল বন্ধ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ মে ২০২১, ০৫:৫৩

সরকারী নির্দেশনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর কালনা ফেরী ঘাট দিয়ে ফেরী চলাচল বন্ধ রয়েছে। এতে যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
জানা গেছে, করোনা ভাইরাসরোধে দিনের বেলায় ফেরী চলাচল বন্ধে নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা মেনে কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর কালনা ফেরী ঘাট দিয়ে ফেরী চলাচল বন্ধ রয়েছে।
এ ফেরী দিয়ে গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা, জেলার যাত্রীরা যশোরের বেনাপোল বন্দর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। ফেরী চলাচল বন্ধ থাকায় পারাপারে ভোগান্তিতে পড়েছেন এ ঘাট দিয়ে চলাচলরত যাত্রীরা।
নাম না প্রকাশের শর্তে একাধিক যাত্রীরা বলেন, এ ঘাট দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। কিন্তু ফেরী চলাচল বন্ধ থাকায় নদী পার হতে পারছি না। যে কারণে আমাদের নৌকায় পার হতে হচ্ছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক দিনের বেলায় যাত্রী পারাপার বন্ধ করতে ফেরী চলাচল বন্ধ রয়েছে। তবে রাতের বেলায় পণ্যবাহী যান পারাপার করা হবে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন, সরকারী নির্দেশনা মেনে দিনের বলোয় ফেরী চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র কালনা সেতু নির্মাণ কাজে ব্যবহারিত গাড়িগুলো পারাপার করা হচ্ছে। রাতের বেলায় পণ্যবাহী গাড়ী পারাপার হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।