গোপালগঞ্জে ২৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ মে ২০২১, ২৩:৫০

গোপালগঞ্জে ২৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ

গোপালগঞ্জে অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন ২ হাজার ৩’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু, জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি, গোপালগঞ্জ শাখার উদ্যোগে এসব খাদ্য সামগ্রী এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

আজ সোমবার (১০ মে) সকালে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে এক হাজার দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় এসময় সাবেক ছাত্রলীগ নেতা মুত্তাহিদুর রহমান ছিরু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফোকরান বিশ্বাস, অগ্রণী ব্যংকের গোপালগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্থাপক সমর কুমার রায়, অগ্রণী ব্যংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: দাউদ আলী মোল্লা, অগ্রণী ব্যংকের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক অসিম মৃধা উপস্থিত ছিলেন।

অপরদিকে, কোটালীপাড়া পৌর ভবন চত্ত্বরে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।

এদিকে, গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্পের ৯০ টি, কাশিয়ানী উপজেলার ফুকরা আশ্রয়ণ পক্রল্পের ১৫০ টি ও মুকসুদপুর উপজেলার বেজড়া ভাটরা আশ্রয়ণ প্রকল্পের ৪৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান. কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের রহমান রাশেদ, এনডিসি মিলন সাহা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মামুন খান, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও গুড়া দুধ রয়েছে।

অন্যদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, গোপালগঞ্জ জেলা শাখা। আজ সোমবার দুপুরে শহরের চৌরঙ্গীসহ বিভিন্ন স্থানে মাক্স ও সাবান বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কমল রায় চৌধূরী, সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইকবাল মিটু, সহ-সভাপতি কানাই লাল সাহা, সদস্য আলামিন সিকদার কুটু, লিটন কুমার ঘোষ, রফিকুল হাসান, মো: জামিল শেখসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top