গোপালগঞ্জে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরেছে দূর্বৃত্তরা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ০০:২৮

গোপালগঞ্জে একটি মাছের ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।
সোমবার (১০ মে) ভোর রাতে সদর উপজেলার পারকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক কদর শেখ জানান, কয়েক মাস আগে আরমান মোল্যার কাছ থেকে লিজ নিয়ে ঘেরে এক লাখ টাকার কার্প জাতীয় মাছের প্রায় ৪০ লাখ রেনু ছাড়া হয়।
মাছ কিছুটা বড় হলেও ভোর রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ দিয়ে পালিয়ে যায়। পরে আমার ছেলে ঘেরে গিয়ে মাছ মরে ভাসতে দেখে। এতে কার্প জাতীয় মাছ মরে গিয়ে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে মারা যাওয়া মাছগুলো ঘের থেকে সড়িয়ে নেয়া হয়। এব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।