গোপালগঞ্জে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে মসজিদে মসজিদে

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ২০:৩৪

গোপালগঞ্জে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে মসজিদে মসজিদে

করোনা পরিস্থিতির কারণে ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জে ঈদ-উল-ফিতরের জামাত ঈদগাহে অনুষ্ঠিত না হয়ে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে।

করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। রবিবার (০৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে। এরপর সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা পরপর গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন মাঠে, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠানেরও আয়োজন করতে পারবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top