শেষ দিনেও গোপালগঞ্জে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৪ মে ২০২১, ০৫:৩৯

শেষ দিনেও গোপালগঞ্জে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়

করোনা ভাইরাসের কারণে লকডাউনের পর দোকানপাট খুলে দেয়ায় গোপালগঞ্জে ঈদের আগের দিনেও জমজমাট রয়েছে ঈদ বাজার। শেষ মুহূর্তের কেনাকাটায় বাজার, শপিংমলে জমজমাট হলেও স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা-বিক্রেতা কেউই। তবে এবছর ক্রেতাদের নতুন পোশাকের চাহিদা থাকলেও মোকাম থেকে নতুন ডিজাইনের পোশাক আনতে না পারায় বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

জেলা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা দেছে, ঈদ হতে বাকী আর একদিন বাকী। দীর্ঘদিন লকডাউনের পর দোকানপাট খুলে দেয়ায় পর জেলা ও উপজেলা শহরের বাজার, দোকান ও শপিংমলগুলোতে ভিড় ছিল উপচে ভিড়। শেষ দিনের মাকের্ট গুলোতে শিশুসহ নানা বয়সের মানুষ বীর করলেও দোকানগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দমত পোশাক কেনার চেষ্টা করছেন ক্রেতারা।

ক্রেতা আকবর হোসেন, জাহিদ শেখ, ইসমাইল মোল্লা বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে শেষ দিনে পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। তারপরেও দেখছি মার্কেট ও দোকানগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে। তবে এবছর দোকানগুলোতে পছন্দ মত পোশাক পাচ্ছি না। তারপরেও পরিবারের সকলের জন্য নতুন পোশাক কিনবো।

ব্যবসায়ী নিখিল সাহা, বাবুল সাহা জানান, এবছর ক্রেতাদের পছন্দের মধ্যে রয়েছে সুতি পোশাক। সাথে শাড়ী ও থ্রি-পিস কিনছেন ক্রেতারা। তবে লকডাউনের কারণে এবছর নতুন ডিজাইনের পোশাক আনতে পারিনি। তাই ক্রেতাদের চাহিদামত পোশাক দিতে পারিনি। তারপরেও যা বেচাকেনা করছেন তাতে লোকসান কাটিয়ে লাভের আশা করছি আমরা।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, দোকানগুলোতে যাতে ক্রেতা-বিক্রেতা উভয়েই স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করেন সে বিষয়ে ব্যবস্থা নেয়া। তারপরেও কেউ স্বাস্থ্যবিধি না মালতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top