গোপালগঞ্জে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৪ মে ২০২১, ১৯:৩১

গোপালগঞ্জে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

দেশ ও জাতির মঙ্গল এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বব্যাপীর মুক্তি কামনা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকাল ৮টায় জেলার সকল মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে জেলা কোর্ট মসজিদে অনুষ্ঠিত জেলার প্রধান ঈদের জামাতে ইমমতি করেন ইমাম মাওলানা হাফিজুর রহমান।

এরপর সকাল সাড়ে ৮টা থেকে আধাঘণ্টা পর পর বিভিন্ন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। প্রয়োজন সাপেক্ষে আধা ঘণ্টা পরপর আরো কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রদূর্ভাব ঠেকাতে চির চেনা রীতি ভেঙ্গে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকে। এছাড়া কেউকেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়নি। নামাজ শুরুর আগে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হয়।

এ ঈদ জামাত উপলক্ষে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। এর আগে ঈদের জামাত আয়োজন ও নামাজ পড়ার ক্ষেত্রে মসজিদ কমিটি ও মুসুল্লিদের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার জন্য অনুরোধ করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top