রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৮ মে ২০২১, ০১:৪৬

গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এ দিবসটি পালন করে।

সোমবার (১৭ মে) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমীন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আসরবাদ নামাজের পর বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top