বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ মে ২০২১, ০১:২০

বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলছে

বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলেছে। ঈদের ষষ্ঠ দিনেও ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে।

বুধবার (১৯ মে) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌপথে ১৮টি ফেরিতে ঢাকামুখী যাত্রীর ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গত ৫ দিনের তুলনায় আজ বাংলাবাজার ঘাটে ভিড় বেশি। রোদ এবং ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছেন যাত্রীরা। অনেকেই ঘাটে এসে অসুস্থ হয়ে পড়ছেন। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না।

বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রী আকাশ বলেন, দেশে যে করোনা আছে, তা ঘাটে ভিড় দেখে মনে হবে না। কারণ স্বাস্থ্যবিধি কেউ মেনে চলছে না। আর ঘাটে গা ঘেঁষে মানুষ চলাচল করছেন এবং ফেরিতে গাদাগাদি করে পারাপার হতে হচ্ছে।

এ বিষয়ে বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. আশিকুর রহমান বলেন, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ঘাটে যাত্রীদের প্রচুর ভিড় ছিলো। আর সকাল ৯টার পর থেকে ফেরিতে ভিড় লেগেই আছে এবং দলে দলে মানুষ ফেরিতে উঠছেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top