শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জের ককটেল সাদৃশ্য তিনটি বস্তু ও রেডিও সাদৃশ্য একটি সার্কিট উদ্ধার

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৪ মে ২০২১, ০৭:৪৯

গোপালগঞ্জের ককটেল সাদৃশ্য তিনটি বস্তু ও রেডিও সাদৃশ্য একটি সার্কিট উদ্ধার

গোপালগঞ্জের ককটেল সাদৃশ্য তিনটি বস্তু ও রেডিও সাদৃশ্য একটি সার্কিট উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব বস্তু উদ্ধারের পরপরই গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শ করেন এবং বিষয়টি নিশ্চিত করেন। রবিবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার চামটা এলাকার একটি মসজিদের পাশ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, চামটা এলাকার একটি মসজিদের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য তিনটি বস্তু ও রেডিও সাদৃশ্য একটি সার্কিট দেখতে পায় এলাকাবাসী।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুগলো উদ্ধার করে দু’টি বালতির পানিতে ভিজিয়ে রাখে। এগুলো ককটেল কিনা তা খতিয়ে দেখেতে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর এগুলো ককেটল কিনা তা পলীক্ষা করে দেখবেন।

তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে এলাকায় ভীতি ছড়াতে একটি দল এসব বস্তু রেখে যেতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top