‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুত গোপালগঞ্জ
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ মে ২০২১, ২০:৩৯

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় গোপালগঞ্জে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দমকা হওয়ার সাথে সাথে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন সেন্টার।
গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুর রহমান জানান, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলা জেলার ৫টি উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১৫৪টি আশ্রয় কেন্দ্র। এছাড়া জেলার সকল বিদ্যালয়কে সাইক্লোন স্টোর হিসাবে ঘোষণা করা হয়েছে। জেলার প্রতি ইউনিয়নের একটি করে মোট ৬৭টি মেডিকেল টিমসহ উদ্ধার কাজের জন্য রেডক্রিসেন্টের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত রাখা রয়েছে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: ফইজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলার জন্য গোপালগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের পোল্ডারের বাঁধ, অবকাঠামো ও নদী ভাঙ্গনের তাৎক্ষনিক তথ্য প্রদানের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর ০১৭১১১৫৯৩৫৯। কন্ট্রোল রুমের সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মীর শাহীনুর রহমান। এছাড়া ৫ উপজেলায় ৫জন কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে মধুমতি, কুমারসহ জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রাত থেকে জেলায় থেকে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বয়ে যাচ্ছে দমকা হাওয়া।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।