শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১ জুন ২০২১, ২৩:৪৬

গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দুগ্ধ খাওয়ানো কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে। মঙ্গলবার (০১ জুন) সকালে টুঙ্গিপাড়া উপজেলার জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আজিজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলার শিক্ষা কর্মকর্তা কল্পনা ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মিলন মোল্লা, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে প্যাকেট তরল দুধ তুলে দেন অতিথিবৃন্দ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top