গোপালগঞ্জে পরিপূর্ণ আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২ জুন ২০২১, ০৬:৩৬

গোপালগঞ্জে পরিপূর্ণভাবে আদালত চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন জেলার আইনজীবীরা। জেলা আইনজীবী বার সমিতি এ কর্মসূচী পালন করে।
মঙ্গলবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এম নাসির আহমেদ, সাধারন সম্পাদক এম জুলকদর রহমানসহ বিভিন্ন আইনজীবীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তরা ভার্চুয়াল আদালতের পরিবর্তে পরিপূর্ণভাবে আদালত চালুর দাবী জানান। পরে প্রধান বিচারপতি বরাবর পরিপূর্ণ আদালত চালুর দাবীতে লিখিত আবেদন করেন তারা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।