শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চাকুরী স্থায়ীকরণ ও মুজুরি বৃদ্ধির দাবীতে

বশেমুরবিপ্রবির কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ জুন ২০২১, ২১:১৬

বশেমুরবিপ্রবির কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

গোপালগঞ্জে চাকুরী স্থায়ীকরণ ও মুজুরি বৃদ্ধির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত ১৫৪ জন কর্মচারী।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের দোতলায় ভিসির অফিসের সমানে বসে এ অবস্থান কর্মসূচী পালন করে তারা। এসময় তারা বিভিন্ন দাবীতে প্লাকার্ড প্রদর্শন করা হয়।

অবস্থান কর্মসূচী চলাকালে দৈনিক মুজুরীভিত্তিক কর্মচারী সমিতির সভাপতি সাইদুল আলম মুন্সী, সাধারন সম্পাদক মো: বিজন গাজী, সহ সভাপতি মো: সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরারভিত্তিতে ১৫৪ জন কর্মচারী কর্মরত রয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫’শ টাকা করে মুজুরি দিলেও এ বিশ্ববিদ্যালয়ে এখনো মাত্র দু’শ টাকা করে মজুরি দিচ্ছে। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মুজুরি বাড়ানোর সাথে সাথে চাকুরী স্থায়ী করার দাবী জানায় তারা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top