গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৭ জুন ২০২১, ০১:১৪
গোপালগঞ্জ আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানে আয়োজন করে।
“অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব” এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (০৬ জুন) সকালে সদর উপজেলার ভূমি অফিস চত্ত্বরে ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওসমান গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, মোঃ ইউসুফ হোসেন বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া, ডিজিটাল ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।