শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জের সেতু থেকে মধুমতি নদীতে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৭ জুন ২০২১, ২৩:৪১

গোপালগঞ্জের সেতু থেকে মধুমতি নদীতে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান সেতু থেকে মধুমতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সুখী খানম (৩০) এক নারী। সোমবার (০৭ জুন) সকাল সাড়ে ১০ টায় দিকে টুঙ্গিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সেতু এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্মহত্যা চেষ্টাকারী সুখী খানম (৩০) চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বাকপুর গ্রামের শহিদুল খা'র মেয়ে। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, সোমবার সকালে ওই নারী পাটগাতী শেখ লুৎফর রহমান সেতু থেকে মধুমতি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মধুমতি নদী থেকে ওই নারীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাকিবুল হাসান জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top