• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২২:১১

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে খলিলুর রহমান মৃধা (৭৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুন) সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পল্লী চিকিৎসকের বাড়ী নড়াইল জেলার নড়াগাতি থানার টোনা গ্রামে। তার পিতার নাম ধলা মৃধা।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, ৩ জুন করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি হন খলিলুর রহমান মৃধা। ৭ জুন তার অবস্থায় অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান। সহকারী পরিচালক আরো জানান, খলিলুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা ও কালিভিটা গ্রামে ৭ জনের শরীরে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়ায় ওই দুই গ্রামে লকডাউন চলছে। ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪১ জনে। এর মধ্যে জেলায় ৪১ জনের মৃত্যু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top