কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১৬ জুন ২০২১, ২৩:২৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ২শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ- সহকারী কৃষি অফিসার মনোজ কুমার মৃধা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ৩০টি পরিবার রয়েছে। এসব পরিবারের ফল ও কাঠের চাহিদা মেটানোর জন্য এই বৃক্ষরোপণ করা হলো। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের নির্দেশে উপজেলা কৃষি অফিস এ বৃক্ষরোপণ করলো। আগামীতে আমাদের এই ৩০টি পরিবারের জন্য আমাদের পুষ্টি বাগান করার চিন্তা ভাবনা রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোটালীপাড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।