গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০৪:০১

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা আক্রান্ত হয়ে মো: আবুবক্কর শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

শুক্রবার (১৮ জুন) বিকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মো: আবুবক্কর শেখের বাড়ী কাশিয়ানী উপজেলার পোনা পশ্চিমপাড়া গ্রামে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, করোনার উপসর্গ দেখা দিলে আবুবক্কর শেখ নমুনা পরীক্ষা করা হয়। ১৫ জুন তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকালের তার অবস্থার অবনতি ঘটে। পরে দুপুরে দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ইউএনও আরো জানান, নিহতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top