গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ২২:৩৬

গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় ইছহাক মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২১ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইছহাক মোল্লা কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মানিক মোল্লার ছেলে।

পরিদর্শক আবু নাঈম জানান, নিহত ইছহাক মোল্লা বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মহাসড়ক পরাপার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, এ ঘটনায় চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top