রামেক হাসপাতালে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১৭:৪৬

রামেক হাসপাতালে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে আটজন করোনায় এবং আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরের ২, নওগাঁ ২, ও ঝিনাইদহ একজন বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৫৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.০৪ শতাংশ।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ৩০৯ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৪১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৬০ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top