গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ২৩:১৪
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নমিতা রানী ঘোষ (৫৬) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হলো।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া নার্স নমিতা রানী ঘোষ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান জানিয়েছেন, রোববার (২০ জুন) তিনি করোনায় আক্রান্ত হন। এরপর সোমবার (২১ জুন) তিনি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।
এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট আক্রান্ত ২৪ হাজার ৯১৮ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।